Top News


বাশারকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে: রয়টার্স



সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদফাইল ছবি: রয়টার্স

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ঘটনায় বাশারের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। সিরিয়ার দুটি সূত্র রয়টার্সকে এই তথ্য প্রদান করেছে।

বাশার সরকারের পতনের পর তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন বা তাঁর চূড়ান্ত পরিণতি কী, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।


১২ দিন অভিযানের পর আজ রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করে বাশারবিরোধী বিদ্রোহীরা। এ সময় দামেস্ক বিমানবন্দর থেকে একটি উড়োজাহাজ উড্ডয়ন করে। ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, ‘সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি’ দামেস্ক থেকে উড়াল দেওয়া শেষ ফ্লাইট ছিল।

বিশ্বব্যাপী উড়োজাহাজ চলাচলের তথ্য সংগ্রহকারী ফ্লাইটরাডার ২৪ জানায়, উড়োজাহাজটি দামেস্ক থেকে প্রথমে সিরিয়ার উপকূলের দিকে উড়ে যায় এবং পরে আবার উল্টো পথে ফিরে আসে। কিছু মিনিট পর এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করতে পারেনি যে উড়োজাহাজে বাশার ছিলেন কিনা।


দামেস্ক বিমানবন্দর থেকে উড়াল দেওয়া উড়োজাহাজটি বিদ্রোহীদের দ্বারা ভূপাতিত হওয়ার খবরও পাওয়া গেছে। সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে বাশারের নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিবিসির খবরে বলা হয়, বাশারকে পরিবহনকারী উড়োজাহাজটি যে এলাকার দিকে গেছে বলে খবর বের হয়েছে, সেই এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাশারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকে বাশার প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে দেশত্যাগে সম্মত হন। তবে তিনি কোন দেশে গেছেন বা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে কিছু জানায়নি মস্কো।



Post a Comment

Previous Post Next Post