অভিযুক্ত অপরাধী আলী হোসেন শিশির নামের এক পোশাক কারখানার মালিককে এসএসএফ ডিজির বাসায় আশ্রয় দেওয়ার অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার (সিএ) প্রেস উইং।
আজ শনিবার এসএসএফের মুখপাত্রের বিবৃতি উল্লেখ করে ফেসবুকে সিএ প্রেস উইংয়ের পেজে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রেস উইং জানায়, এসএসএফের একজন মুখপাত্র বলেছেন, আলী হোসেন নিজেকে নরসিংদীর একটি পোশাক কারখানার মালিক হিসেবে পরিচয় দিয়ে বৈধ চুক্তির মাধ্যমে ডিজির ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ১৮ জানুয়ারি ভোরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে এলে ডিজি তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তকে বাসায় আশ্রয় দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক। অভিযোগ করা পোস্টগুলো সম্পূর্ণরূপে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি কোনো ধরনের তদন্ত ছাড়াই এসএসএফের ডিজি এবং বাংলাদেশের বিরুদ্ধে করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর সমালোচনা করে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি অত্যন্ত অদক্ষ ও দায়িত্বহীন কাজ। এই ধরনের প্রচার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসএসএফ ডিজি এবং সংস্থার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা।