Top News

ছাত্রদের দল গঠন নিয়ে ফিন্যান্সিয়াল টাইমসকে যা বললেন ড. ইউনূস >>>

 


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি

দেশের ছাত্ররা আগামী জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক দল গঠন করতে পারে, এমন খবর শোনা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আলোচনা করেছেন। সম্প্রতি তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণের জন্য সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলেন। সেখানে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের ফরেন অ্যাফেয়ার্স প্রধান গিডেয়েন র‌্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে তিনি বক্তব্য রাখেন। সেখানেই ছাত্রদের দল গঠনের সম্ভাবনা সম্পর্কে তার মতামত প্রকাশ করেন।

ড. ইউনূস পডকাস্টে উল্লেখ করেন, “ছাত্রদের দল গঠন করা উচিত। যখন আমি উপদেষ্টা পরিষদ গঠন করছিলাম, তখন আমি তিনজন ছাত্রকে অন্তর্ভুক্ত করেছিলাম। আমি তাদের বলেছিলাম, যদি তারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, তবে তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারে এবং যেটির জন্য জীবন দিতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। বর্তমানে তারা ভালো কাজ করছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা এখন প্রশ্ন তুলছে, কেন আমরা নিজেদের দল গঠন করছি না। আমরা একটি সুযোগ গ্রহণ করতে চাই।”

তবে প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন যে, ছাত্রদের দল গঠনের বিষয়টি অনেকেই গুরুত্বহীন মনে করছেন। বলা হচ্ছে, ছাত্ররা দল গঠন করলে একটি আসনও পাবে না। কিন্তু অধ্যাপক ইউনূস তাদের উৎসাহিত করছেন বলে জানিয়েছেন।


Post a Comment

Previous Post Next Post