নতুন নকশার নোট এপ্রিল-মে মাসে বাজারে উন্মোচন করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নতুন নকশার নোটের মুদ্রণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামী এপ্রিল-মে মাসের মধ্যে এই নোটগুলি বাজারে আসবে। এর আগে, বাজারে নগদ অর্থের চাহিদা পূরণের জন্য বিদ্যমান নকশার নোট ব্যবহার করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাজারে পরিচ্ছন্ন নোট নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ছেঁড়া ও ফাটা নোটগুলো যথাযথভাবে উত্তোলন করে ধ্বংস করে এবং নতুন নোটের প্রতিস্থাপন করে।
বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, টাকার নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অপসারণ করা হচ্ছে। এর পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিতি নতুন নোটের নকশায় অন্তর্ভুক্ত করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ধর্মীয় উৎসবের পূর্বে জনসাধারণের মধ্যে ব্যাপক চাহিদার কারণে তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমে কম মূল্যমানের নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ১৯ থেকে ২৫ মার্চ ঢাকা বিভাগের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০ শাখার মাধ্যমে বিভিন্ন মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে।